মেধা ও মননে আধুনিক এবং চিন্তা-চেতনায় প্রাগ্রসর সুশিক্ষিত জাতি বিনির্মাণের প্রয়াসে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহে ২০১৩ সালে উত্তরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ মহাবিদ্যালয়টি সরকারের ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক ও ০৬ টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এক একর জায়গার উপর ৬ তলা বিশিষ্ট ভবন নিয়ে প্রতিষ্ঠিত। মহাবিদ্যালয়টি ২০১৪ সালের ৭ আগষ্ট বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়শিক্ষা শাখার মোট ৫৮০ জন ছাত্রছাত্রী নিয়ে এর যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রছাত্রীদের বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, সমাজকর্ম, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, গণিত, প্রাণিবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, আইসিটি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে শিক্ষকমন্ডলী নিবিড়ভাবে পাঠদান করছে। মোট আসন সংখ্যা-৯০০। নিয়মশৃঙ্খলা এবং সুদক্ষ শিক্ষকমন্ডলীর পরিচর্যায় ছাত্রছাত্রীরা তৈরী হচ্ছে আগামী দিনের দক্ষ মানব সম্পদে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মহাবিদ্যালয়ে রয়েছে স্কাউট, বি.এন.সি.সি, রেড ক্রিসেন্ট এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকিত মানুষ চাই কার্যক্রমের বই পড়া কর্মসূচি। মহাবিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি আন্তঃবিভাগ ফুটবল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহাবিদ্যালয়েল ওয়েব সাইট www.jjbbsmrgc.edu.bd থেকে ছাত্রছাত্রীরা নিয়মিত মহাবিদ্যালয়ের কার্যক্রমের ডিজিটাল আপডেট পেয়ে থাকে। মহাবিদ্যালয়ের দক্ষিণ কর্ণারে রয়েছে সুদৃশ্য ক্যান্টিন যা ছাত্রছাত্রীদের খাবার চাহিদা মিটিয়ে থাকে। সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় শিক্ষকমন্ডলী নিয়ে ভিজিলেন্স টিমের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়। ছাত্রছাত্রীদের দেশপ্রেম জাগ্রত করতে প্রতিদিন অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত সমাবেশ। কলেজের অভ্যন্তরীণ অনুষ্ঠানের জন্য রয়েছে নিজস্ব অডিটোরিয়াম। বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে পৃথক পৃথক বিজ্ঞানাগার। ক্লাসকে সুফল ও কার্যকর করার লক্ষ্যে প্রতিটি ক্লাসরুমে রয়েছে ডিজিটাল ইন্টারেকটিভবোর্ড ও প্রজেক্টর। ক্লাস পরিচালনায় ব্যবহার করা হয় ল্যাপটপ। খেলাধুলার জন্য রয়েছে মাঠ এবং রয়েছে নিজস্ব শহীদ মিনার। ভবনের সামনের ছোট বাগান কলেজের প্রাকৃতিক পরিবেশকে সমৃদ্ধ করেছে।